কন্যার ব্যবসায়ে ঝুঁকি, ধনুর প্রেমে সুসময়
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
পরিবারের সুসম্পর্ক থাকলেও দাম্পত্যে বিবাদ। কর্মে তার ছাপ পড়তে পারে। দৈনন্দিন কাজগুলি পরিকল্পনা মাফিক নাও হতে পারে।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
সহকর্মীর সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় সমস্যা সৃষ্টি। কঠোর পরিশ্রমের পর আশানুরূপ ফল নাও পেতে পারেন। প্রেমে বিবাদ।
মিথুন: (২২মে – ২১ জুন)
দাম্পত্যে বন্ধুত্বপূর্ণ ব্যবহার। উভয়ের সহযোগিতায় কমতে পারে ব্যয়বৃদ্ধি। শারীরিক অসুস্থতায় ভোগান্তি। ব্যবসায়ে শুভ।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কর্মে সমস্যা সমাধানে শান্তিলাভ। শারীরিক ভাবে দুর্বল থাকতে পারে ফলে সেরাটা দিতে পারবেন না। কর্মক্ষেত্রে অবস্থার উন্নতি।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
নতুন প্রকল্পের কাজ শুরু করতে পারেন। কাজের জন্য প্রশংসা পেতে পারেন। গৃহের পরিবেশ বন্ধুত্বপূর্ণ। প্রেম শুভ।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে ঝুঁকিপূর্ণ। নতুন কাজ শুরু করার জন্য দিনটি ভালো নয়। কর্মে দুশ্চিন্তা। প্রেমযোগ শুভ।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
প্রেম নিয়ে অহেতুক চিন্তা। পরিস্থিতি কঠিন হলেও মানসিকভাবে দুর্বলতা থাকবে না। ব্যবসায়ে মতবিরোধ।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বিদেশে বসবাসকারী আত্মীয়র থেকে সুখবর পেতে পারেন। ব্যবসায়ে শুভ। প্রেমযোগ শুভ। পথে ভোগান্তি।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
প্রেমে সুসময়। কর্মে ক্ষোভ প্রকাশ করতে পারেন। ভ্রমণের সম্ভাবনা। সহকর্মীর সঙ্গে বচসা।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
পরিবারে সমস্যা থাকলেও সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসায়ে প্রাপ্তিযোগ। বিভ্রান্তিকর পরিবেশ। আইনি কাজে জটিলতা। প্রেমশুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কর্মে পরিকল্পনাহীন। নতুন প্রকল্প এখনই শুরু না করাই শ্রেয়। স্বাস্থ্য অবনতি। প্রেমযোগ শুভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বাড়ির পরিবেশ প্রাণবন্ত। প্রেম নিয়ে সমস্যা। ব্যবসায়ে ভুলে কঠিন ফল। অর্থযোগ শুভ।