এবার সব ধান নৌকায় নিয়ে যাবো: নাসিম
গাজীপুর কণ্ঠ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ উন্নয়নের জন্যে জনগণের আস্থা রাখার মতো কাজ করেছে। আর তাই এবার সব ধান নৌকায় নিয়ে যাবো ইনশাআল্লাহ।
শনিবার দুপুরে কাজিপুরের পরানপুরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথাগুলো বলেন।
কাজিপুরের স্কুল-কলেজ, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, পর্যটনকেন্দ্র, নদী শাসনের মতো গুরুত্বপূর্ণ উন্নয়নের কথা উল্লেখ করে নাসিম ভোটারদের উদ্দেশ্যে বলেন, কাজিপুরে পাঁচ বছরে পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করুন।
এই আসনে বিএনপি প্রার্থী এক গায়িকার কথা উল্লেখ করে নাসিম বলেন, তিনি গানের মানুষ। কোনোদিনও তিনি কাজিপুরের উন্নয়নতো দূরের কথা এখানকার তার দলীয় নেতাকর্মীদেরই তিনি চেনেন না।
তিনি প্রশ্ন রেখে বলেন, এইরকম মৌসুমী প্রার্থী কি করে এলাকার মানুষের উন্নয়ন করবেন। আর ভোটের আশাই করেন কি করে? এ সময় তিনি এবারের সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট দিয়ে কাজিপুর থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজগর আলী মণ্ডলের সভাপতি অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার. সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী প্রমূখ।