পূর্ব শত্রুতার জেরে বিয়ে বাড়িতে ছুরিকাঘাতে যুবক খুন

গাজীপুর কণ্ঠ : পূর্ব শত্রুতার জেরে বিয়ে বাড়িতে ছুরিকাঘাতে আবু রকর সিদ্দিক ওরফে বাবু (২২) নামের এক যুবককে হত্যা ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরের হাজীবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত বাবু (২২) হাজীবাগ এলাকার শামসুল হকের ছেলে। সে স্থানীয় একটি ক্লিনিকের রিসিপশনিস্ট পদে চাকরি করতো।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, একই এলাকায় বসবাসকারী পারভেজে সঙ্গে আবু বকর সিদ্দিক বাবুর পূর্ব শত্রুতা ছিল। শুক্রবার রাতে প্রতিবেশী নুরা মাদবরের বাড়ির ভাড়াটের ছেলের বিয়ের অনুষ্ঠানে যায় বাবু। বাবুকে সেখান থেকে পারভেজ ডেকে আনতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পারভেজ চাকু দিয়ে বাবুর বুকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় বাবুকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসঅই মো. মাহবুব জানান, একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে বাবুর সঙ্গে পারভেজের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবুকে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায় পারভেজ। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button