বাংলাদেশ থেকে চীনে প্রবেশে নিষেধাজ্ঞা
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : বৈধ চীনা ভিসা বা আবাসনের অনুমতি প্রাপ্ত বাংলাদেশে থাকা চীনের নাগরিক নন এমন ব্যক্তিদের সাময়িকভাবে চীনে প্রবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। চলমান করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারীর কারণে এই সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার।
তবে জরুরি প্রয়োজনে বিদেশি নাগরিকরা চীনা দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে এমন তথ্য জানানো হয়।
ওই পোস্টে বলা হয়, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের উল্লেখিত কর্মীদের জন্য প্রত্যয়িত স্বাস্থ্য ঘোষণাপত্র আপাতত আর সরবরাহ করবে না। তবে, কূটনৈতিক, পরিষেবা, সৌজন্য বা সি ভিসাধারীদের চীনে প্রবেশ এই নোটিশের অন্তর্ভুক্ত হবে না।
আরো বলা হয়, জরুরি প্রয়োজনে চীন সফরকারী বিদেশি নাগরিকরা চীনা দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে আজকের পরে ইস্যু করা ভিসা প্রাপ্ত বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক নন এমন ব্যক্তিদের চীনে প্রবেশের এই নোটিশের আওতাভুক্ত হবেন না।
এ বিষয়ে ঢাকাস্থ চীনা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, স্থগিতাদেশটি মহামারীর কারণে সৃষ্ট পরিস্থিতিতে গৃহীত একটি অস্থায়ী পদক্ষেপ। এই আদেশ পরিবর্তিত পরিস্থিতি অনুসারে মূল্যায়ন করা হবে। আর কোনো পরিবর্তন হলে তা সময় মতো জানিয়ে দেয়া হবে।