মাদক ব্যবসার দ্বন্দ্বেই এটিআই’র শিক্ষার্থী মামুনকে হত্যা করেছিল নিলয়: পিবিআই

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মাদক ব্যবসার দ্বন্দ্বেই তিন বছর আগে এটিআই’র শিক্ষার্থী আব্দুলাহ আল মামুনকে (১৬) হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে লাশ ফেলে রেখেছিল নিলয়। কিন্তু থানা পুলিশ ওই ঘটনার তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। আদালত ওই প্রতিবেদন আমলে না নিয়ে স্বপ্রনোদিত হয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেয়।

হত্যাকাণ্ডের দীর্ঘ প্রায় তিন পর অবশেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর রাতে ঘটনায় জড়িত সৈয়দ নাকিব ইকবাল নিলয় (২১) নামে এক আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটনে সক্ষম হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর গাজীপুরের সদস্যরা।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

gazipurkontho
নিহত শিক্ষার্থী আব্দুলাহ আল মামুন।

নিহত আব্দুলাহ আল মামুন শিমুলতলী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এটিআই) কৃষি ডিপ্লোমা বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ছাত্র ছিলো। সে কালিয়াকৈরের সফিপুর জামাল উদ্দিনের ছেলে। মামুন জয়দেবপুর শহরের শাহাপাড়া এলাকার মিজানুর রহমান খানের বাড়ীতে ভাড়া থাকতো।

গ্রেপ্তার সৈয়দ নাকিব ইকবাল নিলয় মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। সে টাঙ্গাইল সদরের উত্তর তারটিয়া এলাকার সৈয়দ জাকির হোসেনের ছেলে। নিলয় রাজদিঘীরপাড় কর অফিস সংলগ্ন দেলোয়ার হোসেনের বাড়ীতে ভাড়া থাকে।

সংবাদ বিজ্ঞপ্তি ও পিবিআই সূত্রে জানা যায়, ”জয়দেবপুর থানার দাক্ষিণখান এলাকার (বাইপাস সড়ক সংলগ্ন) দিঘীর দক্ষিণের চালা জমি থেকে ২০১৮ সালের ১৩ মার্চ বেলা ১১ টার দিকে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত এক যুবকের এর লাশ উদ্ধার করেছিল পূবাইল ক্যাম্পের পুলিশ সদস্যরা। পরে লাশের পরিচয় শনাক্ত করতে না পেরে জয়দেবপুর থানার তৎকালীন পূবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রফিকুল ইসলাম-৩ বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে (মামলা নং-৮৯ (০৩) ১৮)”।

”পরবর্তীতে অজ্ঞাত ওই লাশটি নিহত আব্দুলাহ আল মামুনের বলে শনাক্ত হয় এবং তার মরদেহ যথাযথ আইনি প্রক্রিয়ায় কবর থেকে উত্তোলন করে মামুনের বাবার কাছে হস্তান্তর করা হয়”।

”এরপর গাজীপুর জেলা ও মহানগর পুলিশ দীর্ঘদিন তদন্ত শেষেও মামলার মূল রহস্য উদঘাটিত না হওয়ায় সার্বিক তদন্ত শেষে জিএমপি’র সদর থানা পুলিশ ২০১৯ সালের শেষ দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত ওই প্রতিবেদন আমলে না নিয়ে স্বপ্রনোদিত হয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন”।

পিবিআই জানায়, ”আদালতের নির্দেশে হত্যাকাণ্ডের দুই বছর পর ২০২০ সালের ২০ মার্চ ওই মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর গাজীপুর জেলা শাখা। মামলা তদন্তের দায়িত্ব পেয়ে পিবিআই’র গাজীপুর জেলা শাখার পুলিশ পরিদর্শক কাজী মোঃ রফিক আহমেদ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং আসামি গ্রেপ্তারে নিহতদের ব‍্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও বন্ধুদের বিষয়ে তদন্ত শুরু করেন”।

”হত্যাকাণ্ডের দীর্ঘ দুই বছর ৮ মাস ৬ দিন পর অবশেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর রাতে জয়দেবপুর শহরের রাজদিঘীরপাড় কর অফিস সংলগ্ন এলাকা থেকে ঘটনায় জড়িত নাকিব ইকবাল নিলয় নামে এক আসামিকে গ্রেপ্তার করেন পিবিআই’র কর্মকর্তা। গ্রেপ্তার নিলয়কে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এবং জড়িত অন্য আসামিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানায়। পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হলে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এবং ঘটনার বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় নাকিব ইকবাল নিলয়”।

পিবিআই আরো জানায়, ”আসামি দায় স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার মাধ্যমে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে সক্ষম হলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)”।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র গাজীপুর জেলা শাখার পরিদর্শক কাজী মোঃ রফিক আহমেদ বলেন, ”গ্রেপ্তার নাকিব ইকবাল নিলয় জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করে জানায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে আব্দুলাহ আল মামুনকে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে লাশ ফেলে রেখে ছিল। বর্তমানে মামলাটি তদন্তাধীন। হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে”।

 

আরো জানতে…….

কালীগঞ্জের সাইফুল হত্যায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন, রহস্য উদঘাটন করলো পিবিআই

কোনাবাড়িতে মাইন উদ্দিন হত্যাকাণ্ডের ১০ মাস পর ঘটনার রহস্য উন্মোচন করলো পিবিআই

পূবাইলে স্বামী-স্ত্রী হত্যা: রহস্য উন্মোচন করলো পিবিআই, গ্রেপ্তার ১

পূবাইলের বসুগাঁও এলাকায় স্বামী ও স্ত্রীকে কুপিয়ে হত্যা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button