দেশে প্রথমবারের মতো মানব বর্জ্য থেকে সার তৈরি করতে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশে প্রথমবারের মতো মানুষের মল থেকে প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে কম্পোস্ট সার তৈরি করতে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। এই সার তৈরি ও বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশনের সঙ্গে বিশ্ব ব্যাংকের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এতে সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম ও বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ফাইনেন্সিয়্যাল করপোরেশনের (আইএফসি) পক্ষে মি. ফারহান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজলসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় সিটি মেয়র জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, নগরীর ৪০ লক্ষাধিক মানুষের মল-বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার সিটি কর্পোরেশনকে একটি প্রকল্প দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মানুষের মল থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে কম্পোস্ট সার তৈরি হবে। প্রাথমিকভাবে আইএফসির সঙ্গে আমাদের ৭’শ কোটি টাকার চুক্তি হয়েছে। টি টাকা। আগামী ৬ মাসের মধ্যে এর কার্যক্রম শুরু হবে। পরবর্তী পর্যায়ে এই টাকার পরিমাণ আরো বাড়বে। বিশ্ব ব্যাংক এই প্রকল্পে সহযোগী হিসেবে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button