৪ মার্চ সোমবারের রাশিফল
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক লাভ। সন্তানদের সম্বন্ধে সুখবর। ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ।
বৃষ: (২১ এপ্রিল-২১ মে)
শারীরিকভাবে ক্লান্তবোধ। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদের সম্ভাবনা। ব্যবসায়ে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আইনি জটিলতা। প্রেমে সমস্যা।
মিথুন: (২২ মে-২১ জুন)
ধর্মীয় ক্রিয়াকলাপে মনোনিবেশ। পারিবারিক পরিবেশ ইতিবাচক। প্রিয়জনের থেকে উপহার প্রাপ্তি। প্রেম শুভ।
কর্কট: (২২ জুন-২২ জুলাই)
কর্মে পরিবেশে অস্থিরতা বজায় থাকবে। দৈনন্দিন কাজগুলো সম্পন্ন করতে না পারায় হতাশবোধ। প্রেমে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত।
সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)
প্রেম সম্পর্কের সুন্দর দিকটি দেখতে পাবেন। নতুন প্রকল্প হাতে নেওয়ার জন্য উপযুক্ত সময়। ভ্রমণের সম্ভাবনা। মানসিকভাবে শান্তবোধ করবেন।
কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
মায়ের জন্য চিন্তিত। সম্পত্তি সংক্রান্ত কাগজপত্রে জটিলতা। পারিবারিক পরিবেশ অস্থিতিশীল। প্রেমযোগ শুভ।
তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
শিক্ষার্থীর জন্য দিনটি কঠিন। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা দেখা দেবে। প্রেম সম্পর্ক আজ হতাশ করবে। বিতর্কতা।
বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
সন্দেহ ও হতাশা চেপে বসবে। কিছু কারণবশত কাজে বাধার সম্মুখীন। সহকর্মীদের থেকে সামান্যই সহযোগিতা। প্রেম যোগ মিশ্র।
ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
প্রিয়জনদের সঙ্গে দিনটি আনন্দের। কর্মক্ষেত্রে আর্থিক লাভ হবে। কোনো মুরুব্বি থেকে লাভ হওয়ার সম্ভাবনা। সামাজিক মর্যাদা বৃদ্ধি।
মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
সম্ভব হলে তর্ক এড়িয়ে চলুন। পরিচিত কেউ অপমান করতে পারে। মানসিকভাবে ক্লান্তবোধ করবেন। প্রেমে সমস্যা।
কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে বিনিয়োগ। ভবিষ্যতের পরিকল্পনা। স্বাস্থ্যহানি। কর্মে চাপ বৃদ্ধি। প্রেম যোগ মিশ্র।
মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো আলোচনায় অংশ নিতে পারেন। প্রকল্পগুলোতে সরকারি সহায়তা পাওয়ার সম্ভাবনা। প্রেম শুভ।