সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেলো ৮ জনের
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে ৮ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুরে সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) সাথে সিলেটগামী লন্ডন এক্সপ্রেসের বাসের (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) মধ্যে এই সংঘর্ষটি ঘটে।
এতে বাস দুটিরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বহু যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। একই সাথে আহত যাত্রীদের হাসপাতালে নেয়ার পথে আরো চারজনের মৃত্যু হয় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এই দুর্ঘটনার সংবাদ নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ও ফায়ার সার্ভিস সিলেটের ভারপ্রাপ্ত ডিডি মো. কুবাদ আলী সরকার।