কালীগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রবীন হোসেনের জয়

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস. এম রবীন হোসেন (নৌকা) বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছেন ভোটাররা।
নির্বাচনে এস. এম রবীন হোসেন পেয়েছেন ১৩ হাজার ৭৮৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রাথী ও বর্তমান মেয়র মো. লুৎফুর রহমান পেয়েছেন ১০ হাজার ২২৫ ভোট। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ফরিদ আহমেদ মৃধা (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ২৯৭ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. চাঁন মিয়া (হাতপাখা) পেয়েছেন ৫২৪ ভোট।
রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত কালীগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বেসরকারিভাবে এ ফালাফল ঘোঘণা করেন।
কাউন্সিলর পদে বেসরকারীভাবে যারা নির্বাচিত হয়েছেন, ১নং ওয়ার্ডে মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন (উট পাখি), ২নং ওয়ার্ডে মুঃ আফসার হোসেন (উট পাখি), ৩নং ওয়ার্ডে মোঃ আশরাফউজ্জামান (পাঞ্জাবি), ৪নং ওয়ার্ডে মোহাম্মদ বাদল মিয়া (পানির বোতল), ৫নং ওয়ার্ডে আশরাফুল আলম (পাঞ্জাবি), ৬নং ওয়ার্ডে আবদুস ছালাম (উট পাখি), ৭নং ওয়ার্ডে মোঃ নূরে আলম শেখ (উট পাখি), ৮নং ওয়ার্ডে মোঃ আমির হোসেন (উট পাখি) এবং ৯নং ওয়ার্ডে মোহাম্মদ সাখাওয়াত হোসেন (উট পাখি)।
সংরক্ষিত আসনে ১, ২ ও ৩নং ওয়ার্ডে আমিরুন নেছা (জবা ফুল), ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে নার্গিস বেগম (আনারস) এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে কান্তা (আনারস) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
এর আগে সকাল ৮টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে জমে উঠে কালীগঞ্জ পৌর নির্বাচন।
পৌরসভা নির্বাচনে চারজন মেয়র প্রার্থী, এ ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
কালীগঞ্জ পৌরসভার নির্বাচনে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৬৪০ জন। এদের মধ্যে এদের মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩২১ জন ও নারী ভোটার ১৮ হাজার ৩১৯ জন।
পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৭টি কেন্দ্র ও ১২০টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মোট ২৫ হাজার ৮৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৬০টি ভোট বাতিল হয়।
এ সংক্রান্ত আরো জানতে…..
পৌর নির্বাচন: ১৭ কেন্দ্রের মধ্যে ১০টিই ‘অধিক ঝুঁকিপূর্ণ’, পুলিশ, র্যাব এবং ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
‘তথ্য গোপন’ করেছে হত্যা মামলার আসামি পরিমল, অন্য পাঁচজন বিভিন্ন পেশার
কালীগঞ্জে নির্বাচনী এলাকায় ১১ ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং ২ প্লাটুন বিজিবি মোতায়েন
কালীগঞ্জ পৌর নির্বাচন: শুক্রবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা
কেন্দ্র দখলের আশঙ্কা: ”সিসি ক্যামেরা স্থাপন ও বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা” নেয়ার দাবী
পৌর নির্বাচন: অর্থ-সম্পদ নেই, তবু ‘তথ্য গোপন’ রিপনের: শান্তা, জামান ও নাইম ব্যবসায়ী
কালীগঞ্জ পৌর নির্বাচন: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক
কালীগঞ্জ পৌর নির্বাচন: মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ
কালীগঞ্জ পৌর নির্বাচনে লড়াই হবে ত্রিমুখ
পৌর নির্বাচন: আতাব উদ্দীনের ‘ঋণ’ কোটি টাকা, বাদল এগিয়ে শিক্ষায়, আকরাম ব্যবসায়ী
পৌর নির্বাচন: শিক্ষা ও অর্থ-সম্পদে এগিয়ে আফসার, ‘তথ্য গোপন’ রয়েছে চান্দু মোল্লার!
পৌর নির্বাচন: হাসেম ভূইয়া এগিয়ে অর্থ-সম্পদে, মোমেন মামলায়, আরমান ‘অক্ষরজ্ঞান সম্পূর্ণ’
কালীগঞ্জ পৌর নির্বাচন: শিক্ষা ও অর্থে এগিয়ে স্বতন্ত্র, ব্যবসায়ী আ.লীগ, মামলায় এগিয়ে বিএনপি প্রার্থী
কালীগঞ্জে ৪ মেয়র প্রার্থীসহ ৪৯ জনের মনোনয়ন দাখিল
খসড়া তালিকা অনুযায়ী কালীগঞ্জ পৌরসভার মোট ভোটার ৩৯ হাজার ৮৩৫ জন, ভোট কেন্দ্র ১৭ টি
কালীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে আ.লীগের মনোনয়ন পেলেন এস এম রবীন হোসেন
কালীগঞ্জ পৌরসভার নির্বাচন ২৮ ফেব্রুয়ারি: ভোট ইভিএমে, থাকবে না সাধারণ ছুটি