শনিবারের রাশিফল, তারিখ- ৯/৩/১৯
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
দিনটি মোটামুটি শুভ। শরীর খুব একটা ভালো যাবে না। কর্মে মানসিক চাপ। প্রেমযোগ মিশ্র।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
চিন্তাগুলি দূর হওয়ায় উপকৃত হবেন। সামাজিকতা করতে পছন্দ করবেন। ভ্রমণের পরিকল্পনা। প্রেমযোগ শুভ।
মিথুন: (২২মে – ২১ জুন)
দিনটি জটিলতা ও বাধা বিপত্তিতে ভরা। মনঃসংযোগে বিশেষ বাধার সৃষ্টি করবে। পারিপার্শ্বিকের মানুষ জনেরাও সহায়তা করতে অস্বীকার করবেন।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
শারীরিক গোলযোগে ভোগার সম্ভাবনা আছে। অম্বলের সমস্যা ভোগান্তি। ইন্টারভিউয়ের ফলাফল নিয়ে দুশ্চিন্তা থাকতে পারেন। প্রেম শুভ।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
প্রেম এবং দাম্পত্য অত্যন্ত সুন্দর মনে হবে। সহকর্মীদের সঙ্গে সুব্যবহার। আর্থিক লাভের যোগ। কাজগুলি সম্পন্ন হবে।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
দাম্পত্য জীবনকে আবার নতুন করে আবিষ্কার করবেন। প্রেমের আসবে সফলতা। কর্ম জীবনের নিশ্চিত ভাবেই সফলতা সিঁড়ি বেয়ে উপরে উঠছে।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
বিষয়গুলি সহজ নাও হতে পারে। ভুল কাজের ফলে গুরুতর সমস্যা। খরচ বাড়ার সম্ভাবনা। প্রেমের পরিস্থিতি হতাশাজনক।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
দিনটিতে চমকপ্রদ ঘটনা ঘটার সম্ভাবনা নেই। অন্যদিনের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে। প্রেমযোগ শুভ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
সৌভাগ্যগুলি বজায় থাকবে। কাজের ক্ষেত্রে দিনটি ভালো। প্রেমভাগ্য উপভোগ্য করবেন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
ব্যবসায় উপার্জন বৃদ্ধি। বিনিয়োগের সম্ভাবনা। বন্ধুদের থেকেও লাভবান হতে পারেন। প্রেম ও বিবাহ যোগ শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। প্রেম নিয়ে চিন্তিত থাকতে পারেন। এটির প্রভাব পরিবার ও কর্মক্ষেত্রেও পরতে পারে।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ব্যবসা ক্ষেত্রে উদ্যোগ নেওয়ার জন্য সময়টি শুভ। দিনটি প্রাণবন্ত। পরিকল্পনাটা মনস্থির করে ফেলবেন। প্রেম যোগ শুভ।