গাজীপুরে রাজস্ব আদায়ের লক্ষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : সরকারের রাজস্ব আদায়ের লক্ষে এবং গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিল বকেয়া থাকায় প্রায় ৫০ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
শনিবার (০৯ মার্চ) দিনব্যাপি গাজীপুর পল্লী বিদ্যুতের সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) মোল্লা আবু জিহাদ এর নির্দেশে অভিযান পরিচালানা করেন কোনাবাড়ী জোনাল অফিসের এজিএম প্রকৌশলী নাজমুল হাসান।
গাজীপুর পল্লী বিদ্যুতের সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) মোল্লা আবু জিহাদ জানান, সরকারের রাজস্ব আদায়ের লক্ষে, গ্রাহককে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে এবং ক্ষতি ও দূর্ঘটনা রোধ করতে গাজীপুর সিটি করপোরেশনের জরুন ও কোনাবাড়ী বিসিক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য, ঝুকিপূর্ণ পাশ্ব বিদ্যুৎ সংযোগ ও অতিরিক্ত লোড ব্যবহার করায় প্রায় ৫০টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পল্লীবিদ্যুতের এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন- কোনাবাড়ী জোনাল অফিসের জুনিয়ার ইঞ্জিনিয়ার ওমেদ আলী, ইসি মো. মোফাখখারুল ইসলাম ও পল্লীবিদ্যুতের কর্মকর্তা কর্মচারী।