কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, গৃহবধূর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধরে সংঘর্ষে জড়িয়ে জুলেখা খাতুন (৫৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে বারিষাব ইউনিয়নের কীত্তুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুলেখা খাতুন স্থানীয় জালাল উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন- জুলেখার ভাই তোতা মিয়া এবং প্রতিবেশী দুলালের ছেলে আলম (৩০) ও আরিফ হোসেন (২০)।

বারিষাব ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) সুলতান উদ্দিন বলেন, আব্দুল খালেকের ছেলে দুলাল মিয়া ও লালু মিয়াদের সঙ্গে তোতামিয়া ও জুলেখাদের বিরোধ চলছিলো। এ জমি নিয়ে আদালতে মামলাও ছিলো। বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে দুলালরা ঘর নির্মাণ করতে গেলে জুলেখা, তার ছেলে বিল্লাল হোসেন, ভাতিজা ওমর আলীসহ তার পরিবারের লোকজন বাধা দেয়।

এ নিয়ে দুলাল এবং তার ভাই লালু মিয়া, দুলালের ছেলে আলম ও আরিফসহ উভয় পরিবারের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। লাঠি-সোটা নিয়ে হামলা চালানো হয়। এতে জুলেখাসহ চারজন আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় জুলেখাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button