রোনাল্ডোর হোটেলে রিয়াল মাদ্রিদ
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : স্প্যানিশ লা লিগায় রিয়াল ভালাদোলিদের বিপক্ষে রোববার রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটি হবে ভালাদোলিদের মাঠে। ইতিমধ্যে সেখানে পৌঁছেছে রিয়াল। তারা উঠেছে রোনাল্ডো লুইস নাজারিও ডি লিমার হোটেলে।
ব্রাজিলিয়ান এই ফুটবলার সুযোগ পেয়েছেন তার এক সময়ের ক্লাবের সেবা করার।হোটেলটির নাম লা পুসিলা। যেটার অধিকাংশ শেয়ারের মালিক ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার রোনাল্ডো। যখন তিনি রিয়ালের হয়ে খেলেছিলেন তখন তিনি বেশির ভাগ সময় এই হোটেলেই ছিলেন।
রিয়াল মাদ্রিদ অবশ্য নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে গোটা হোটেলটিই ভাড়া নিয়েছে। তবে তারা বেশ ভালো বোধ করছে। কারণ, তারা এমন একজন ব্যক্তির হোটেলে উঠেছে যিনি এক সময় মাদ্রিদিস্তা ছিলেন। ছিলেন রিয়ালের অ্যাম্বাসেডর।
তারপরও রিয়ালের এই ম্যাচের সময় রোনাল্ডো অন্য হোটেলে থাকবেন।
নিষেধাজ্ঞার মধ্যে থাকলেও দলের সঙ্গে গিয়েছেন সার্জিও রামোস।