হারবাইদ স্কুল এন্ড কলেজে বিদায় সম্বর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গাজীপুর কণ্ঠ : মহানগরের পূবাইলে ‘হারবাইদ স্কুল এন্ড কলেজে’ ২০১৯ সালের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপরে কলেজ মিলনায়তনে বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে কলেজের সিনিয়র শিক্ষক কামরুজ্জামান সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গি সরকারী বিশ্ববিদ্যায় কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও আরো বক্তব্য রাখেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্টার ভিসির সচিব এবং হারবাইদ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবদুল মালেক সরকার, কলেজের অধ্যক্ষ আক্তার হোসেন সরকার, কোয়াব সদস্য আফজাল হোসেন, দাতা সদস্য বেলায়েত হোসেন প্রমূখ।
আগামী ১ এপ্রিলে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় হারবাইদ স্কুল এন্ড কলেজের ২য় ব্যাচের ৫০ জন পরিক্ষার্থী অংশ গ্রহণ করবে।