কালিয়াকৈরের এসি-ল্যান্ড আদনান চৌধুরীকে বদলি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরীকে একই পদে ডেমরা রাজস্ব সার্কেলে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।
ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালিয়াকৈর উপজেলায় যোগদান করেন। এর আগে ১৮ ফেব্রুয়ারি ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ নুরুন্নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আদনান চৌধুরীকে কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছিল।
উল্লেখ্য : (বিসিএস) ৩৫ ব্যাচের কর্মকর্তা আদনান চৌধুরী (১৭৯৫৩) সহকারী কমিশনার হিসেবে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ২৭ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী কমিশনার কে.এম. আল-আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আদনান চৌধুরীকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের লক্ষে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এরপর ২ ফেব্রুয়ারি ভূমি মন্ত্রণালয়ে উপসচিব মোসাম্মৎ মমতাজ বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের লক্ষে ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল।
আদনান চৌধুরীর নিজ জেলা কুমিল্লা।
আরো জানতে…..