২৪ ঘণ্টায় গাজীপুরে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১২৯ জন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় গাজীপুরের আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৫৭ জনের নমুনা পরীক্ষায় আরও ১২৯ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
রোববার (৪ জুলাই) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনার শতকরা ৩৬ দশমিক ১৩ শতাংশ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন অফিস জানায়, ”গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ৩৫৭ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৩ জনের।”
”এ পর্যন্ত গাজীপুরের মোট ৯১ হাজার ৭৯১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১২ হাজার ৯৮৭ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ২৪৯ জন। মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১৬০ জন।”
আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ৫০ জন, কালিয়াকৈরে ৪৫ জন, শ্রীপুরে ১৮ জন, কালীগঞ্জে ১০ জন এবং কাপাসিয়ায় ৬ জন।”
”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৮ হাজার ৪০১ জন। এছাড়াও শ্রীপুরে ১ হাজার ৪৫৭ জন, কালিয়াকৈরে ১ হাজার ৩৮৩ জন, কালীগঞ্জে ৯০৬ জন এবং কাপাসিয়ায় ৮৪০ জন।”