রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: অন্তত অর্ধশত মৃতদেহের সন্ধান, উদ্ধার ৪০

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় ‘হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের’ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত অর্ধশত মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ৪০ জনের লাশ লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল আল আরিফিন। তবে এই সংখ্যা আরও বাড়বে বলে জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেছেন, কারখানাটির চারতলা ভবনে তল্লাশি চালিয়ে অন্তত অর্ধশত মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ৪০ জনের লাশ ইতিমধ্যে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্রিফিং করে বিস্তারিত জানাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button