২৪ ঘণ্টায় গাজীপুরে আরও ২৪৫ জন শনাক্ত, মৃত্যু ২: শনাক্ত শতকরা ৫৩ শতাংশ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে গত চব্বিশ ঘন্টায় ৪৬২ জনের নমুনা পরীক্ষায় ২৪৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ২ জনের।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার শতকরা ৫৩ দশমিক ০৩ শতাংশ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন অফিস জানায়, ”গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ৪৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে ২৪৫ জন। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ২ জনের।”
”এ পর্যন্ত গাজীপুরের মোট ৯৭ হাজার ৮৭৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৫ হাজার ২৫৫ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ২৮২ জন। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৩৩ জন।”
আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ১১৫ জন, শ্রীপুরে ৪৮ জন, কাপাসিয়ায় ৪০ জন কালিয়াকৈরে ২৮ জন এবং কালীগঞ্জে ১৪ জন।”
”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৯ হাজার ৬৬৫ জন। এছাড়াও শ্রীপুরে ১৮৫৯ জন, কালিয়াকৈরে ১৬৬৪ জন, কাপাসিয়ায় ১০৪৩ জন এবং কালীগঞ্জে ১০২৪ জন।”