শ্রীপুরে ট্রাক উল্টে অটোরিকশায়, দুইজনের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের এমসি বাজার এলাকায় ট্রাক উল্টে অটোরিকশার উপর পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহকসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এমসি বাজার এলাকায় ময়মনসিংহগামী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে অটোরিকশার উপর উল্টে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশা চালক এবং এক নারী যাত্রী নিহত হয়। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পরে মহাসড়ক থেকে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।