২৪ ঘণ্টায় গাজীপুরে আরও ২৭০ জনের করোনা শনাক্ত, ৩ জনের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় গাজীপুরে করোনাভাইরাসে আরও ২৭০ জন শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৩ জনের।
মঙ্গলবার (২৭ জুলাই) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসেব অনুযায়ী শতকরা ৫৩ দশমিক ৪৬ শতাংশ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে, ”গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ৫০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে ২৭০ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৩ জনের।”
”এ পর্যন্ত গাজীপুরের মোট ১ লাখ ২ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৭ হাজার ২৬৭ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ৩২৬ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৫৯০ জন।”
আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ১৫৩ জন, কালীগঞ্জে ৫৪ জন, কাপাসিয়ায় ৩২ জন, কালিয়াকৈরে ১৮ জন এবং শ্রীপুরে ১৩ জন।”
”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ১০ হাজার ৬৮২ জন। এছাড়াও শ্রীপুরে ২১৯৭ জন, কালিয়াকৈরে ১৮২৬ জন, কাপাসিয়ায় ১২৮৪ জন এবং কালীগঞ্জে ১২৭৮ জন।”