কালীগঞ্জে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী: পলাতক অভিযুক্ত বখাটে

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের আটলাব এলাকায় এক মাদ্রাসা ছাত্রী(১৫) ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত বখাটে।

সোমবার (২ আগস্ট) সকালে কালীগঞ্জ থানায় ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

ভুক্তভোগী আটলাব এলাকার এক কৃষকের মেয়ে। সে স্থানীয় একটি দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী।

অভিযুক্ত বখাটে অনিক ভূঁইয়া (২১)। সে আটলাব পূর্ব পাড়া এলাকার আকবর ভূঁইয়ার ছেলে। অনিক ভূঁইয়া এলাকায় বখাটে হিসেবে পরিচিত।

বক্তারপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম ও স্থানীয়রা বলেন, ভুক্তভোগী ওই শিক্ষার্থী মাদ্রাসায় আসা-যাওয়া পথে পূর্বেই উত্যক্ত করতো বখাটে অনিক। গত শুক্রবার বিকেলে ভুক্তভোগীকে বাড়ির পাশে একা পেয়ে স্থানীয় আউয়ালেরটেক এলাকার একটি জঙ্গলে নিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে অনিক। একপর্যায়ে ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে বখাটে অনিক পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে সোমবার সকালে মামলা দায়ের করেছেন [মামলা নাম্বার ২(৮)২১]। ঘটনার পর থেকে অভিযুক্ত অনিক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

আরো জানতে….

নানা নাটকীয়তার পর কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা!

কালীগঞ্জে হত্যার ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, সাবেক ছাত্র নেতাকে খুঁজে পাচ্ছে না পুলিশ

কালীগঞ্জে হত্যার ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, সাবেক ছাত্র নেতার বিরুদ্ধে মামলা

কালীগঞ্জে হত্যার ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, অভিযোগ সাবেক ছাত্র নেতার বিরুদ্ধে

কালীগঞ্জে ৯৩ দিনে ধর্ষণের শিকার ৩ ছাত্রীসহ ৫ জন, আরও ৩ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা!

কালীগঞ্জে ‘বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার’ অষ্টম শ্রেণির ছাত্রী: ধর্ষক গ্রেপ্তার

কালীগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে এবার তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

কালীগঞ্জে এবার সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ‘মুদি দোকানে আটকে রেখে ধর্ষণ’: ধর্ষক গ্রেপ্তার

কালীগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: লম্পট চাচা গ্রেপ্তার

কালীগঞ্জে চটপটির দোকানে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ: আদালতে দায় স্বীকার করলো ধর্ষক

কালীগঞ্জে চাচিকে ধর্ষণ: ১৬ দিনেও গ্রেপ্তার হয়নি সফিকুল, শঙ্কায় ভুক্তভোগীর পরিবার!

কালীগঞ্জে চাচিকে ধর্ষণ করল ভাসুরের ছেলে, থানায় মামলা

কালীগঞ্জে জমি কেনার টাকা নিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্ত ফারুক পলাতক

কালীগঞ্জে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে ‘ধর্ষণের চেষ্টা’, ট্রাক ড্রাইভার আটক

কালীগঞ্জে প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণ, লম্পট সোহেল গ্রেপ্তার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button