কাশিমপুরে পোল্ট্রি ফিডের গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুর কণ্ঠ : মহানগরের কাশিমপুরে জিতারমোড় হাতিমারা রোড এলাকায় বিশ্বাস পোল্ট্রি ফিডের কাঁচামালের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের কর্মীরা আধা ঘন্টার চেষ্টায় আগুন নেভায়।
জয়দেবরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: জাকির হোসেন জানান, ভোর সাড়ে ৪টার দিকে কাশিমপুর জিতারমোড় হাতিমারা রোড এলাকার বিশ্বাস পোল্ট্রি ফিডের দুই তলা বিশিষ্ট ভবনের নীচ তলার কাঁচামালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাশিমপুরের ডিবিএল, জয়দেবপুর ও কলিয়াকৈর ফায়ার স্টেশনের পাচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে পোল্টি ফিডের কাঁচামাল, কেমিক্যাল, প্লাস্টিকের বস্তা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
তাৎক্ষণিক অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।