৮৬০০ জনকে কোভিড ভ্যাকসিনের পরিবর্তে স্যালাইন প্রদান!
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ৮ হাজার ৬০০ জনকে কোভিড ভ্যাকসিনের পরিবর্তে স্যালাইন প্রদানের ঘটনা ঘটেছে জার্মানিতে। এ নিয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ভ্যাকসিন প্রদানকারী এক নার্স এই ঘটনার সঙ্গে যুক্ত।
কর্তৃপক্ষ এখন ওই ৮ হাজার ৬০০ জনকে নতুন করে কোভিড ভ্যাকসিন দেয়ার জন্য আবেদন করেছে। এই ঘটনা ঘটেছে জার্মানির নর্থ সি কোস্ট অঞ্চলের ফ্রাইসল্যান্ডে। এখনও এই ঘটনার পেছনের আসল উদ্দেশ্য জানা যায়নি।
এখনও সন্দেহভাজনের নাম প্রকাশ করেনি পুলিশ। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে ওই নার্স এমন কিছু পোস্ট করেছিলেন যাতে স্পষ্ট হয় যে তিনি ভ্যাকসিনের কার্যকরিতায় বিশ্বাস করেন না।
ভাইসের খবরে বলা হয়েছে, মানবদেহে স্যালাইন প্রবেশ ক্ষতিকর কিছু নয়।
তবে প্রবীণ অনেকেই ভ্যাকসিনের বদলে স্যালাইন পাওয়ায় কোভিড আক্রান্তের ঝুঁকিতে থেকেই যাচ্ছেন। এ ঘটনা নিয়ে বিস্ময় প্রকাশ করে ফেসবুকে বিবৃতি দিয়েছেন স্থানীয় কাউন্সিলর সেন অ্যাম্ব্রোসি।