মেয়র জাহাঙ্গীর আলমের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে বাঁধা, থানায় জিডি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইলে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে বাঁধা প্রদান অভিযোগে ৪ সহোদরের বিরুদ্ধে।
এ ঘটনায় শনিবার (১৪ আগস্ট) পূবাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্থানীয় বেপারি পাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি আকতার হোসেন।
অভিযুক্তরা হলেন, পূবাইল বাজার এলাকার বেপারি পাড়ার চাঁনমিয়ার ছেলে মাসুদ রানা (৩৫), কবির হোসেন(৪৫), জাকির হোসেন(৩৮) ও বিল্লাল হোসেন(৫৩)।
মসজিদের মোতাওয়াল্লি আকতার হোসেন জানান, শুক্রবার বাদ জুমা সিটি মেয়রের রোগমুক্তি কামনায় পূর্ব নির্ধারিত দোয়া অনুষ্ঠানে উদ্দেশ্যমূলকভাবে আকস্মিক বাঁধা দিয়ে হট্টগোল শুরু করেন উল্লেখিত ৪ সহোদর। এঘটনায় মুসল্লীদের মধ্যে ক্ষোভ বিরাজ করলে রানা ওই দিন বিকেলেই মসকরা স্বরূপ মেয়রের জন্য দোয়া চেয়ে নিজের ভেরিফাউড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন। পরে তিনি এঘটনায় জিএমপির পূবাইল থানায় সাধারণ ডায়েরী নং ৫৪৭ করেন।
জিএমপি’র পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, শুক্রবার বাদ জুমা বেপারি পাড়া জামে মসজিদে সিটি মেয়রের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে হট্টগোলের অভিযোগে মসজিদের মোতাওয়াল্লি আকতার হোসেন থানায় সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।