কালীগঞ্জে মদ তৈরির কারখানায় অভিযান: ৩’শ লিটার চোলাই মদ উদ্ধার, নারী আটক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে অবৈধ মদ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ৩’শ লিটার চোলাই মদ উদ্ধার এবং জড়িত এক নারীকে আটক করেছে পুলিশ। পালিয়েছে আরো দুইজন।
রোববার (২৯ আগস্ট) দুপুর তিনটার দিকে নাগরী ইউনিয়নের কালিকুটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সত্যতা নিশ্চিত করেছে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জাকির হোসেন।
আটক নারী কালিকুটি এলাকার সোহেল রানার স্ত্রী সাগরিকা (৩২)। পলাতক দু’জনের মধ্যে একজন সাগরিকার স্বামী সোহেল রানা (৩৮) এবং দেবর জুয়েল রানা (৩৫)। তারা কালিকুটি এলাকার আবু সাঈদের ছেলে।
কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালিকুটি এলাকায় বিপুল পরিমাণে চোলাই মদের মজুত রয়েছে এবং মদ বিক্রির প্রস্তুতি চলছে। পরে দুপুর তিনটার দিকে কালিকুটি এলাকায় পূর্বাচলের ১৭ নাম্বার সেক্টরে অভিযান পরিচালনা করা হয়। সে সময় সাগরিকা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং অপর আরো দুইজন পালিয়ে যায়। পরে তাদের বাড়িতে তল্লাশি করে দেখা যায় মদ তৈরির কারখানায় গড়ে তুলেছে। পরে তাদের ঘরে তল্লাশি করে প্লাস্টিকের বড় দুইটি ড্রাম ভর্তি ২০০ লিটার, অপর এক ড্রামে আরো ৭০ লিটার এবং পলিব্যাগ ভর্তি আরো ৩০ লিটারসহ মোট ৩’শ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়েছে এবং মদ তৈরির বেশ কিছু উপকরণ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া একজন সাগরিকার স্বামী অপরজন তার দেবর।
তিনি আরো বলেন, এ ঘটনায় আটক সাগরিকা এবং পলাতক দুই জনের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারা সকলে একত্রে মিলিত ওই কারখানায় চোলাই মদ উৎপাদন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
আরো জানতে….
কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে খাটের নিচে মিলল বিদেশী বিয়ার, গ্রেপ্তার ১