আবেগে ভুল সিদ্ধান্ত নেবেন না মিথুন, স্থলপথে ভ্রমণ নিরাপদ সিংহের
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : দশমপতি লগেড়বর অষ্টমে অবস্থান করছে, ফলে জাতকের কর্মক্ষেত্রে সমস্যা হবে। সুচিন্তিত সৎ মতামত প্রকাশ করুন। চালাকির আশ্রয় নেবেন না।
বৃষ : বৃষ জাতক এ-সপ্তাহে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। অনুগ্রহ করে নিজমতের প্রতি আস্থা রাখুন। সফল হবেন।
মিথুন : এ-সপ্তাহে জাতক জায়গাজমির বিষয়ে নিকট আত্মীয়ের সঙ্গে কলহে জড়াতে পারেন। সুচিন্তিত মতামত দিন। আবেগে ভুল সিদ্ধান্ত নেবেন না।
কর্কট : অতিরিক্ত চিন্তা ও পরিশ্রমজনিত কারণে শিরঃপীড়া বা সড়বায়বিক দৌর্বল্যে আক্রান্ত হতে পারেন। স্বীয় বুদ্ধি-কৌশলে প্রভূত অর্থোপার্জন সম্ভব।
সিংহ : একটু সচেতন থাকবেন, বন্ধুবান্ধবগণের কারণে দাম্পত্যজীবনে অশান্তির কালোছায়া নামতে পারে। এ-সপ্তাহে স্থলপথে ভ্রমণ নিরাপদ।
কন্যা : বৃহস্পতির জাতকের এ-সপ্তাহে অজীর্ণ, অম্ল ও আমাশয় রোগে বিশেষ কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাজাপোড়া খাবার পরিহার করুন।
তুলা : এ-সপ্তাহে পারিবারিক কলহে জড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সুযোগ-সন্ধানী নিকট কোনো আত্মীয়ের কাছ থেকে সাবধান হোন।
বৃশ্চিক : স্ত্রী-পুরুষ নির্বিশেষে স্থল বা জলপথে ভ্রমণের যোগ বিদ্যমান। আত্মীয়- স্বজনের সহযোগিতায় সহসা অর্থোপার্জনের শুভ লগড়ব রয়েছে।
ধনু : ধনুরাশির জাতকের এ-সপ্তাহে নিকট কোনো আত্মীয়ের তিরোধানে উত্তরাধিকার সূত্রে অর্থসম্পদ লাভের সম্ভাবনা রয়েছে।
মকর : পুরনো ভালোবাসার মানুষের সঙ্গে সাক্ষাৎ ঘটবে। প্রথম প্রেমের সুখানুভূতি আবার জাগ্রত হতে পারে। আবেগ সংযত রাখবেন, নতুবা ঝামেলা বাড়বে।
কুম্ভ : জাতকের নিকট কোনো আত্মীয়ের হঠাৎ মৃত্যুযোগ রয়েছে। একই সঙ্গে আকস্মিক অর্থপ্রাপ্তি যোগ বিদ্যমান। ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন।
মীন : মীন রাশির জাতক এ-সপ্তাহে আধ্যাত্মিক কোনো গুরুর সাহায্যে গুরুতর কোনো ঝামেলা মুক্ত হবেন। স্ত্রীকে সন্দেহ করে, অযথা কষ্ট পাবেন না।