ব্রাজিলের ফিরমিনো দ্যুতিতে সেমিতে এক পা লিভারপুলের
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : ম্যাচের শুরুতেই সতীর্থকে দিয়ে গোল করালেন। এরপর জাল খুঁজে নিলেন নিজেও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোর এমন নৈপুণ্যে পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে লিভারপুল।
অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে পর্তুগালের ক্লাবটিতে ২-০ গোলে হারায় ইয়ুর্গেন ক্লপের দল। ফিরমিনোর নৈপুণ্যে ম্যাচের প্রথমার্ধেই গোল দুটি পায় গত আসরের রানার্স-আপরা।
নিজেদের মাঠে ম্যাচ শুরুর পঞ্চম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। ডি-বক্সের মাঝামাঝি থেকে ফিরমিনোর বাড়ানো বলে ডি-বক্সের উপর থেকে জোরালো শট নেন গিনিয়ান মিডফিল্ডার নাবি কেইতা। অতিথি দলের অলিভার তোরেসের গায়ে লেগে জাল তা জালে জড়ায়।
ষোড়শ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করতে পারতো লিভারপুল। ফিরমিনো এবার বল বাড়ান মোহামেদ সালাহর উদ্দেশে। কিন্তু শট লক্ষ্যে রাখতে পারেননি মিশরীয় এই ফরোয়ার্ড। চার মিনিটের মধ্যে আরও দুটি সুযোগ হাতছাড়া করেন তিনি।
২৬তম মিনিটে নিজেই জাল খুঁজে নেন ফিরমিনো নিজেই। ডান দিক থেকে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডের ক্রসে প্লেসিং শটে জালে জড়িয়ে দেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখে লিভারপুল। কিন্তু এই অর্ধে অতিথি দলের রক্ষণে ফাটল ধরাতে পারেনি তারা।
আগামী বুধবার ফিরতি লেগে পোর্তোর মাঠে হবে দল দুটির ফিরতি লেগ। সেরা চারে উঠতে হলে পোর্তোকে নিজেদের মাঠে জিততে হবে অন্তত তিন গোলের ব্যবধানে।
মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের অপর লড়াইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারানোয় সেমি-ফাইনালের পথে অনেকটা এগিয়ে রয়েছে টটেনহ্যাম হটস্পার।