‘আমাকে না, ভালো ভবিষ্যতের জন্য মমতাকে ভোট দিন’
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : লোকসভা নির্বাচনে বসিরহাট থেকে তৃণমূল প্রার্থী হয়ে লড়ছেন নুসরাত জাহান। এমনকি নির্বাচনি এলাকার বাইরে বিভিন্ন জেলায় নুসরাতকে নিজের সঙ্গে প্রচারেও নিয়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী।
নুসরাত বলেন, ‘তিনি কেবল প্রার্থী মাত্র। রাজ্যবাসী নিজেদের ভবিষ্যৎ সুদৃঢ় করতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবেন। ভোট আপনাদের ক্ষমতা ও অধিকার। এ রাজ্যে অন্য কাউকে ভোট দিয়ে আপনাদের ভোট নষ্ট করবেন না।’
‘নিজেদের ভালো ভবিষ্যতের জন্যই তৃণমূলকে ভোট দেবেন। এ ছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে না।’
তিনি জানিয়ে দেন, ‘আমাকে ভোট দিতে হবে না। ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমাকে শুধু দোয়া ও আশীর্বাদ করুন।’
বসিরহাট কেন্দ্রে ইদ্রিশ আলিকে সরিয়ে এবার নুসরাত জাহানকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথম দিকে সমালোচনা হলেও নুসরতের সার্বিক পদক্ষেপে অনেকেরই ধারণা, নুসরত রাজনীতিতেও লম্বা রেসের ঘোড়া।