সাময়িক বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার ‘ডিজিটাল নিরাপত্তা’ আইনে মামলা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ নিয়ে কটূক্তি করায় গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফারুক বাদী হয়ে মামলাটি করেন। তিনি আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটির সদস্য।

সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন মামলাটি তদন্ত করে আগামী ৬ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশের অপরাধ ও তথ্য বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁশুলি নজরুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে।

মামলায় বলা হয়েছে, জাহাঙ্গীর আলম বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা সম্পর্কে চরম অসত্য বক্তব্য দিয়েছেন। তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়। এর মধ্য দিয়ে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছেন।

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ও ২৯ ধারায় মামলা করা হয়েছে।

উল্লেখ্য: জাতির পিতা বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতার ইতিহাস নিয়ে কটুক্তি করার দায়ে মেয়র পদ থেকে সদ্য সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রোবাবার (২৮ নভেম্বর) গাজীপুরের চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলামের আদালতে এক’শ কোটি টাকার মানহানির অভিযোগে আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর মহানগরের নলজানি এলাকার মো: আতিক মাহমুদ ওরফে শাহ সুলতান আতিক (৩৬) বাদী হয়ে মামলা করেন।

এর আগে গত ২৫ নভেম্বর (বৃহস্পতিবার) মাদারীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক বাবুল আখতার এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান, পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আশিকুজ্জামান বাদী হয়ে পৃথক দুইটি মামলা করেন।

এছাড়াও গত ২৩ নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ মানবাধিকার সোসাইটি রাজবাড়ীর পৌরসভা শাখার সভাপতি শশি আক্তার বাদী হয়ে রাজবাড়ী আদালতে একটি মামলা করেন।

এ সংক্রান্ত আরো জানতে…

এবার গাজীপুরেও সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা

বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার মাদারীপুর ও পঞ্চগড় আদালতে মামলা

মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বাংলাদেশ মানবাধিকার সোসাইটি’র মামলা

গাজীপুর সিটি করপোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করে প্রজ্ঞাপন জারি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button