কালীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা, দুই পুলিশ সদস্য গ্রেপ্তার!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ডিবি পুলিশ পরিচয়ে পূর্বাচল এলাকার বিভিন্ন ব্যবসায়ীকে আটক করে জোড়পূর্বক অর্থ ছিনিয়ে নিতো পুলিশের দুই সদস্য। এরই ধারাবাহিকতায় কালীগঞ্জের নাগরী ইউনিয়নের গলান বাজারের এক ব্যবসায়ীকে জোড়পূর্বক সিএনজিতে উঠিয়ে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এমন সময় স্থানীয়দের সহায়তায় ওই দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের সদস্যরা।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে দণ্ডবিধি’র ১৭০, ৩৮৫ ও ৩৪ ধারা অনুযায়ী মিথ্যা পরিচয় দিয়ে চাঁদা দাবীর অভিযোগ গ্রেপ্তার দুই পুলিশ সদস্যর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে [মামলা নাম্বার ১৫(১২)২১]।
গ্রেপ্তার পুলিশ সদস্যেদের মধ্যে একজন পাবনা জেলার ভাঙ্গুড়া থানার হাট উধুনিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে আব্দুল মোন্নাফ (২৮)। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত নায়েক (বিপি নাম্বার-৯৩১৩১৬২৬৮৮)। অপরজন বরিশাল জেলার কাউনিয়া থানার চর আইচা এলাকার কামাল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (২৫)। তিনি ঢাকা রেঞ্জের রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ কনেস্টবল/৩৮৮ (বিপি নাম্বার ৯৭১৭২০১৯৬১)।
মামলার বাদী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার জাহাঙ্গী পূর্বপাড়া এলাকার মৃত জামালের ছেলে সাব্বির (২৪)। তিনি নাগরী ইউনিয়নের গলান বাজারে গ্যাস ও তেলের ব্যবসা করেন।
থানা ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে দুই পুলিশ সদস্য গলান বাজারের সাব্বিরের দোকানে গিয়ে তাকে জিজ্ঞেস করে তোমার দোকানে কিছুক্ষণ আগে বড় কোন গাড়ি থেকে মালামাল দিয়েছে কিনা? সে সময় সাব্বির তাদের জানায় কোন গাড়ি এসে মালামাল দেয়নি। পরে দোকান থেকে সাব্বিরকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে তার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। সে সময় স্থানীয়রা দোকানের সামনে জড়ো হয়ে দু’জন ভুয়া ডিবি আটক হয়েছে বলে চিৎকার করতে থাকে। এমন সময় ঘটনাস্থলের পাশে থাকা র‍্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের একটি টহল টিমের কাছে সহায়তা চাইলে স্থানীয়দের সহায়তায় ওই দু’জনকে আটক করে র‍্যাব সদস্যরা। সে সময় আটক দু’জনকে র‍্যাব সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের পুলিশ পরিচয় প্রকাশ করে।
এমন সময় পূর্বাচল ৩’শ ফিট হুমু মার্কেটের তেলের দোকানের মালিক ফয়সাল এসে র‍্যাব সদস্যদের জানায় গত ৭ ডিসেম্বর রাত ১১টার দিকে অভিযুক্ত দুই পুলিশ সদস্য তার দোকান থেকে তাকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে গাউছিয়া নিয়ে যায় এবং তার সঙ্গে থাকা ৬ হাজার ৫’শ টাকা ছিনিয়ে নিয়ে তাকে সিএনজি থেকে নামিয়ে দেয়। এছাড়াও একই সময় পূর্বাচল ২১ নাম্বার সেক্টরের লালমাটিয়া বশুরামপুর এলাকার ওমর আলীর তেলের দোকানের কর্মচারী রকিবুল হোসেন র‍্যাব সদস্যদের জানায় গত ৯ ডিসেম্বর তার দোকানের সামনে ওই দু’জন এসে নিজেদের ডিবি পরিচয় দিয়ে তার দোকানে তল্লাশি করে। সে সময় দোকানে কিছু না পেয়ে জোরপূর্বক তাকে জিএনজিতে উঠিয়ে গাউছিয়া নেয়ার পথে তার সঙ্গে থাকা ৯ হাজার ১৮০ টাকা ছিনিয়ে নিয়ে তাকে কালাদি তিন রাস্তার মোড়ে নামিয়ে দেয়।
এজাহারে আরো উল্লেখ আছে, গ্রেপ্তার দু’জনের কাছ থেকে র‍্যাব সদস্যরা দুইটি পুলিশ আইডি কার্ড, একটি হাতকড়া, দুইটি মোবাইল ফোন জব্দ করেন। র‍্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দু’জন গত ৭ ও ৯ ডিসেম্বরের ঘটনা স্বীকার করে। এছাড়াও ১৬ ডিসেম্বর ব্যবসায়ী সাব্বিরের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করে বলে জানায়।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) কায়সার আহমদ বলেন, দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button