নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে আইভী-তৈমুরসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মেয়র পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তারা এই সিদ্ধান্ত নেন।
প্রার্থীদের মধ্যে পাঁচজন হলেন আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী, বাংলাদেশ কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব রাশেদ ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুম বিল্লাহ্, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিশের এবিএম সিরাজুল মামুন।
আর বিএনপি অংশ না নেওয়ায় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে ভোটের লড়াইয়ে থাকছেন।
তাছাড়া স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান বলেন, ঋণখেলাপের অভিযোগ ও সমর্থক ভোটারদের তালিকায় তথ্য সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবুর মনোনপত্র বাতিল করা হয়েছে। অপর স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদের সমর্থক ভোটারদের তালিকায়ও তথ্য সঠিক না থাকায় তার মনোনপত্র বাতিল করা হয়েছে।
মেয়র পদে আটজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৬৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কাউন্সিলরদের মনোনপত্র এখনও চূড়ান্ত হয়নি। আগামী ১৬ জানুয়ারি ইভিএম পদ্ধতিতে এই সিটিতে ভোট হওয়ার কথা রয়েছে।