বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না যুক্তরাষ্ট্র

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘চেয়ার অফ দ্য হাউস কমিটি’ গ্রেগরি ডাব্লিউ মিকস বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না যুক্তরাষ্ট্র।

সোমবার নিউ ইয়র্কের কুইনস এলাকায় তহবিল সংগ্রহ সংক্রান্ত একটি অনুষ্ঠানে এসে মিকস বলেন, ‘‘আমরা বাংলাদেশের বিরুদ্ধে নই। আমরা এখনও সরকারের সঙ্গে কাজ করছি৷ সে দেশের মানুষের জন্য কাজ করছি।’’

মিকস পেশায় একজন প্রখ্যাত আইনজীবী। ১৯৯৮ সাল থেকে তিনি ডেমোক্র্যাটিক পার্টির একজন প্রতিনিধি। ২০২১ সাল থেকে মিকস পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘চেয়ার অফ দ্য হাউস কমিটি’-র দায়িত্বে রয়েছেন।

তার মতে, বাংলাদেশের উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না। নিষেধাজ্ঞাগুলি একটি সংস্থার কিছু ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। সম্পূর্ণ সংস্থার উপরে তা প্রযোজ্য নয়। বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করা হচ্ছে বলেও জানান এই কংগ্রেসম্যান।

আরও কয়েকজন কর্মকর্তা এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য বাংলাদেশের অভ্যন্তরে এবং বাইরে থেকে কে বা কারা জোরালো লবিং করছে–এই প্রশ্নেরও জবাব দেন তিনি।

মিকস জানান, কারও কথা শুনে কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। সবদিক খুঁটিয়ে যাচাই করে দেখে সুনিশ্চিত পদক্ষেপ করা হবে। চলতি বছরে মানবাধিকার পরিস্থিতি এবং অন্য বিষয় দেখতে বাংলাদেশ সফরে যাবেন বলেও জানান তিনি।

এর পাশাপাশি তিনি যোগ করেন, স্টেট ডিপার্টমেন্ট এবং এশিয়া-প্যাসিফিকের কংগ্রেস সাব-কমিটির সঙ্গে তার আগে কথা বলবেন তিনি। প্রয়োজন হলে বাংলাদেশ ইস্যু নিয়ে শুনানির ব্যবস্থা করবেন বলেও জানান মিকস।

সহানুভূতিশীল, দৃঢ়চেতা হিসেবে পরিচিত মিকস নিউ ইয়র্কের পঞ্চম কংগ্রেসন্যাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি। বাংলাদেশি বংশোদ্ভূত অ্যামেরিকানদের বসবাস সেই এলাকায় অনেকটাই বেশি।

উল্লেখ্য, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ ডিসেম্বর র‍্যাব এর সাবেক-বর্তমান প্রধানসহ কয়েকজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

এ ছাড়াও র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়ে গত ২০ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভান স্টেফানিৎস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button