শ্রীলঙ্কায় দুটি গির্জাতে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৮০
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় দুটি গির্জাতে ইস্টার সানডের অনুষ্ঠান চালকালীন ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া পাশের আরও একটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পরিচয়বিহীন এক সূত্রের বরাত দিয়ে ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভয়াবহ ওই বিস্ফোরণের পর রাজধানী কলম্বোর হাসপাতালে অন্তত ৮০ জন আহত ব্যক্তি ভর্তি করানো হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববারে স্থানীয় সময় সকালে গির্জা ও হোটেলসহ মোট ছয়টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়।
পুলিশ জানিয়েছে, যে দুটি গির্জাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার এক কলম্বোতে অন্যটি রাজধানীর অদূরে অবস্থিত শহর নিগোম্বো তে। বিস্ফোর প্রকৃতি সম্পর্কে এখনো নিশ্চিত করে বলা হচ্ছে।