মেষের পুরনো সমস্যার আশু সমাধান, নিজ রিপুকে সংযত করুন মীন

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : আপনার রাহুর দশা কেটে যাওয়ায় এ-সপ্তাহটা নির্বিঘে্ন পার হবে। পুরনো বেশকিছু সমস্যার আশু সমাধান হবে। অর্থ লাভের যোগ রয়েছে।

বৃষ : এ-সপ্তাহে মঙ্গল ও বুধের সক্রিয় প্রভাবের ফলে অভ্যন্তরীণ পীড়ায় আক্রান্ত হবেন। এই সময়ে প্রচুর পরিমাণে পানি পান করবেন।

মিথুন : সমাজে সাধারণত বলা হয় সততা ও সৎ জীবনযাপন সবার জন্য মঙ্গল বয়ে আনে। জাতক আপনি সততার জন্য সকলের শ্রদ্ধা পাবেন।

কর্কট : আপনার কাজের জন্য অনেক প্রতিষ্ঠান থেকে সম্মান পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কাজে মনোযোগী হলে সফলতা নিশ্চিত।

সিংহ : বুধ, রবি ও ইউরেনাসের ত্রিগুণাত্মক প্রভাবের ফলে জাতককে অর্থ সংক্রান্ত ব্যাপারে দুঃসাহসী করে। তাই ভেবেচিন্তে অর্থ লগ্নি করবেন।

কন্যা : আপনার মাঝে বিরাট সম্ভাবনা রয়েছে। এই সময় যেকোনো উজ্জ্বল পাথর ধারণ করলে সফলতা নিশ্চিত। ব্যবসা ও বিবাহ ক্ষেত্রে ইহা কার্যকর।

তুলা : আপনি শান্ত চাপা স্বভাবের মানুষ। বিশেষত বিপরীত লিঙ্গের প্রতি আপনি আড়ষ্ট। এ-সপ্তাহে জীবনসঙ্গী হিসেবে কাউকে গ্রহণ না করাই ভালো।

বৃশ্চিক : চতুরতার মাধ্যমে সহজে অর্থলাভের প্রলোভনে পড়াবেন না। সৎভাবে জীবনযাপনের বিকল্প নেই। অসততা আপনার চরিত্রে নেই।

ধনু : অষ্টমপতি লগ্নের সপ্তমস্থানে অবস্থানের ফলে অর্থ সমাগমের সুযোগ রয়েছে। সুচিন্তিত সিদ্ধান্তের পরই ব্যবসায়ে অর্থ লগ্নি করুন। সফল হবেন।

মকর : শুক্রের পঞ্চমে অবস্থানের ফলে গার্হস্থ্য জীবনে সুখ ফিরে আসবেই। পরিবারের শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষায় ভালো ফল লাভ হবে।

কুম্ভ : শনি গ্রহের যোগ রয়েছে। জাতক আপনার মন অন্যায় উপার্জনের দিকে আকৃষ্ট হতে পারে। উৎকোচ পরিহার করুন, সম্মুখে সমূহ বিপদ।

মীন : জাতকের প্রণয়াসক্ত হয়ে ভুল করার সম্ভাবনা রয়েছে। নিজ রিপুকে সংযত করুন। অযথা বিপরীত লিঙ্গের প্রলোভনে সাড়া দেবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button