ইসরাইলে সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত, আইএসের দায় স্বীকার
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ইসরাইলের দুই পুলিশ কর্মকর্তা। রোববার দুই বন্দুকধারী হাদেরা নামক শহরে ওই সন্ত্রাসী হামলা চালায়। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে ওই দুই সন্ত্রাসীও। এ হামলার দায় স্বীকার করেছে জিহাদি সংগঠন ইসলামিক স্টেট। নিজেদের টেলিগ্রাম একাউন্টে দেয়া এক বিবৃতিতে দায় স্বীকার করে সংগঠনটি। এ খবর দিয়েছে রয়টার্স।
খবরে জানানো হয়, যখন এই হামলা হলো তখন এক সম্মেলনে যোগ দিতে ইসরাইল সফরে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং তিন আরব পররাষ্ট্রমন্ত্রী। ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তারা জানান, তেল আবিব থেকে ৫০ কিলোমিটার দূরের শহর হাদেরাতে এই হামলা হয়। এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্লিঙ্কেন।
টুইটারে তিনি বলেন, আমরা আজকের এই সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। আমাদের সমাজে এ ধরণের সহিংসতা এবং হত্যাকাণ্ডের কোনো স্থান নেই। তাই আমরা আমাদের ইসরাইলি অংশীদারদের পাশে রয়েছি এবং ভিক্টিমদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এই ঘটনার মাত্র ৫ দিন পূর্বেই ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এক শহরে ছুরি হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করে। পরে এক পথচারীর গুলিতে ওই হামলাকারী নিহত হন। ওই হামলারও দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট।