রাজেন্দ্রপুরে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজেন্দ্রপুরে কাভার্ডভ্যান চাপায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে রাজেন্দ্রপুর-বাংলাবাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সাধন চন্দ্র বর্মন। তিনি রংপুরের নীলের কুঠি গ্রামের বসন্ত কুমার বর্মনের ছেলে।
জিএমপির সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর বলেন, সাধন চন্দ্র বর্মন তার পরিবারের সঙ্গে মহানগরের বাংলাবাজার এলাকার স্থানীয় হায়দার আলীর বাড়িতে বসবাস করতেন। সোমবার বিকেলে রাজেন্দ্রপুর থেকে অটোরিকশা চালিয়ে বাংলাবাজার এলাকার দিকে যাচ্ছিলেন। এসময় ব্র্যাক সেন্টারের সামনে পৌঁছলে ঢাকাগামী নোমান গ্রুপের একটি কাভার্ডভ্যান চাপা দেয় এতে ঘটনাস্থলেই নিহত হন সাধন।
পরে স্থানীয়রা কাভার্ডভ্যান চালককে আটক করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।