কালিয়াকৈরে থানা থেকে আসামির পলায়ন: তিন পুলিশ সদস্য প্রত্যাহার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈর থানা থেকে মিনা আক্তার (৩০) নামে গ্রেফতারকৃত এক আসামি পলায়নের পর তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহারকৃত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছে কালিয়াকৈর থানার এএসআই আবুল কালাম, কনষ্টেবল মোঃ মাসুম ও নারী কনষ্টেবল শ্যামলী আক্তার।

সোমবার (২২ এপ্রিল) জেলা পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে ওই তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

কালিয়াকৈর থানা সূত্রে জানা যায়, গত রোববার মৌচাক শিল্পাঞ্চলের গ্লোবাল গার্মেন্ট লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানায় ১২টি তৈরি শার্ট চুরির অভিযোগে মিনা আক্তার (৩০) নামের এক নারী শ্রমিককে সহকর্মীরা ধরে রোববার রাতে কালিয়াকৈর থানায় সোর্পদ করেন। পরে চুরির ঘটনায় ওই পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলায় মিনা আক্তারকে গ্রেফতার দেখিয়ে রাতভর থানায় রাখা হয়। সোমবার ভোরে ওয়াশ রুমে যাওয়ার কথা বলে থানার (দ্বিতীয় তলায়) যাওয়ার নাম করে দ্রুত থানা থেকে পালিয়ে যায়।

ওই ঘটনাটি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি গোচর হলে ওই তিন পুলিশকে প্রত্যাহার করা হয়।

তিন পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, থানার অভ্যন্তরিক কাজে অবহেলার অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button