অঙ্গহানির যোগ কন্যার, আত্মীয় বিয়োগের যোগ কুম্ভর
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : আপনার জন্মকালে মুদিতগ্রহের সুতুঙ্গ হওয়ার ফলে আপনার ব্যবসার ক্ষেত্রে শুভফল লাভ হবে। প্রেমিকের পরিবারের দ্বারা নিগ্রহের যোগ রয়েছে।
বৃষ : এ-সপ্তাহে সন্তান, স্ত্রীর কারণে অথবা চুরির কারণে ক্ষতি হতে পারে। সাবধানতা অবলম্বন করাই শ্রেয়। অর্থালঙ্কার সাবধানে রাখবেন।
মিথুন : এ-সপ্তাহে জাতকের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। সপ্তমপতির চতুর্থ স্থানে অবস্থানের ফলে বাসস্থান থেকে দূরের কর্মস্থলে যোগ দিতে পারেন।
কর্কট : ভৃগুসংহিতা অনুযায়ী এ-সপ্তাহটা আপনার অচেনা বিপরীত লিঙ্গের সাহায্যে প্রিয় কোনো হারানো বস্তু ফিরে পাওয়ার সমূহ সুযোগ রয়েছে।
সিংহ : জন্মকালীন গ্রহের অবস্থান অনুযায়ী জাতকের বস্ত্র ব্যবসায়ে প্রভূত লাভের ইঙ্গিত পাওয়া যায়। জাতকের কন্যা পরপুরুষে আকৃষ্ট হতে পারে।
কন্যা : বিংশোত্তরী অন্তর্দশার ফলে এ-সপ্তাহে কোনো প্রকার বাজি ধরা থেকে বিরত থাকবেন। অঙ্গহানির যোগ রয়েছে। ক্রোধ সংযত করুন।
তুলা : মঙ্গলের দ্বাদশ অবস্থানের ফলে কোনো নিকটাত্মীয় দ্বারা নিগ্রহের আশঙ্কা রয়েছে। এ-সপ্তাহে পারতপক্ষে সম্পত্তি বণ্টনে না যাওয়াই উত্তম।
বৃশ্চিক : চন্দ্রের অষ্টবর্গ নির্ণয়ে দেখা যায় স্ত্রী-পুরুষ নির্বিশেষে এ-সপ্তাহটা বিশেষ গুরুত্ব বহন করবে। বিদেশে শিক্ষা বা ব্যবসার যোগ রয়েছে।
ধনু : যোটক বিচারে নির্ণয় হয় যে জাতকের এ-সপ্তাহে শারীরিক অবস্থা ভালো থাকবে। বিদেশি ও স্বদেশি বেশ কয়েকজন ধনী বন্ধুর সহযোগিতা পাবেন।
মকর : নক্ষত্রের প্রভাবে স্বামী-স্ত্রীর মাঝে সন্তান ধারণে মতভেদের সৃষ্টি হতে পারে। তবে গর্ভে সন্তান জন্মালে আশীর্বাদসম। ফলে গর্ভপাত পরিত্যাজ্য।
কুম্ভ : ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাবে এ-সপ্তাহটা জাতকের আত্মীয় বিয়োগের যোগ রয়েছে। প্রয়োজনে অসুস্থ প্রবীণ আত্মীয়দের প্রতি বিশেষ যত্ন নিন।
মীন : জাতক এ-সপ্তাহে রাহুর মহাদশার ফলে বড় কোনো সাপ্লাইয়ের সুযোগ পাবেন। অনূঢ়াদের জন্য সুখবর প্রজাপতির বর লাভ করবেন।