পরকীয়ায় সাড়া দেবেন না সিংহ, রোগশোক দূর হবে ধনুর
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : শনিগ্রহের নজর কেটে যাওয়ায় সুখের সময়। কর্মক্ষেত্রে পদোন্নতির সমূহ সম্ভাবনা। সুপারিশের প্রয়োজন নেই, যোগ্যতায় পদোন্নতি হবে।
বৃষ : এবার জাতকের এ-সপ্তাহটা নির্ভাবনায় অতিবাহিত হবে। প্রেমিক-প্রেমিকাদের আর চালাকির প্রয়োজন নেই। নিজেদের মেলে ধরুন সফল হবেন।
মিথুন : এ-সপ্তাহে জাতক ঠগবাজের হাতে পড়বেন। নকল ভোটার আইডির খপ্পরে পড়ে লোকসান হতে পারে। যাচাই-বাছাই করেই কাজে হাত দেবেন।
কর্কট : যেকোনো কাজ বিব্রতকর হবে। আপনি ভুল রূপে চিহ্নিত হতে পারেন। রৌদ্রকরোজ্জ্বল রবির সাহায্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।
সিংহ : অবিশ্বাস্য হলেও সত্য যে, আপনার চারদিকে নারীর আনাগোনা বেড়ে যাবে। পারিবারিক শান্তি রক্ষার্থে পরকীয়ায় সাড়া দেবেন না। সংযম করুন।
কন্যা : শিল্প-সাহিত্যের ক্ষেত্রে জাতকের সুনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের অতীতে যে ক্ষতি হয়েছিল তা এবার নিশ্চয় পুষিয়ে যাবে।
তুলা : চিত্রা নক্ষত্রের কারণে এ-সপ্তাহে জাতক ব্রণাদি রোগ আক্রান্ত হতে পারেন। একাদশপতি যুক্ত হলে গবাদি পশু লাভের সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক : ভগবান পরাশরের মতে রাহুর তুঙ্গে বা উচ্চাসনে অবস্থান করবে। গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলতে পারেন। সফলতা আসবেই।
ধনু : জাতকের রোগশোক দূর হবে। অর্থোপার্জন বৃদ্ধি পাবে। তবে ফটকা ব্যবসায় না জড়ানোই ভালো।
মকর : যুবক-যুবতীরা চন্দ্রের দ্রেক্কাণের প্রভাবে মিত্রজনের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়বেন। একটু বড়দের কথা মানতে চেষ্টা করুন।
কুম্ভ : স্বামী-স্ত্রীর মাঝে নাক্ষত্রিক দশাপদ্ধতির ব্যবহারে জানা যায় যে, মধ্যরাত্রির পর সকাল পর্যন্ত শুভ সময়। এ সময়ের মিলনে পুত্রসন্তান লাভ হয়ে থাকে।
মীন : জাতকের আয়াধিপতির অবস্থানের ফলে দূরের যাত্রা শুভ। প্রবাসী নিকটাত্মীয়ের পরিত্যক্ত সম্পত্তি লাভ হওয়ার সমূহ যোগ আছে।