ফুরিয়ে যাচ্ছে গোলাবারুদ, পশ্চিমাদের ওপর ভরসা ইউক্রেনের

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের ভূখণ্ড রক্ষায় গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার বিপক্ষে লড়ছে ইউক্রেন। গত তিন মাসের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে নিজেদের গোলাবারুদ শেষের পথে ইউক্রেনের। এমনটাই বলছেন দেশটির সামরিক গোয়েন্দা কর্মকর্তারা। যুদ্ধে টিকে থাকতে তাদের একমাত্র ভরসা এখন পশ্চিমা সহায়তা।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার উপ প্রধান ভাদিম স্কিবিৎস্কি ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, আমরা সত্যিকার অর্থে এখন বিপদের মধ্যে আছি। আমাদের গুলি ও গোলাবারুদ শেষের পথে।

ভাদিম স্কিবিৎস্কি বলেন, রাশিয়ার বিপক্ষে লড়তে ইউক্রেনীয় সেনাদের দৈনিক ৫-৬ হাজার কামান গোলা ছুড়তে হচ্ছে। গত তিন মাস ধরে লড়াই চালিয়ে যেতে থাকায় ইউক্রেনের গোলাবারুদ প্রায় শেষ হয়ে গেছে। এখন পশ্চিমা বন্ধুদের ওপরই সবকিছু নির্ভর করছে।

তিনি আরও বলেন, রাশিয়া যদি আমাদের দিকে ১৫টি গোলা ছুড়ে, তাহলে বিপরীতে আমরা ১টি গোলা ছুড়ছি। সবচেয়ে বেশি খারাপ অবস্থা দনেতস্ক ও লুহানস্ক অঞ্চলে। বলা যায়, এই অঞ্চলে ইউক্রেনীয় সেনারা প্রায় অস্ত্র ছাড়াই যুদ্ধ করছে।

এ ছাড়া যুদ্ধে দৈনিক ৬০-১০০ ইউক্রেনীয় সেনা নিহত হচ্ছেন বলে গত সপ্তাহে জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার দেশটির সেনা কর্মকর্তারাও একই কথা বলেছেন।

যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো অস্ত্র দিয়ে সহায়তা করলেও দূরপাল্লার রকেট সিস্টেম চাচ্ছে ইউক্রেন। তবে পশ্চিমা দেশগুলোকে এ নিয়ে সতর্ক করেছে রাশিয়া। ইউক্রেনকে দূরপাল্লার রকেট সিস্টেম দিয়ে সহায়তা করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ার করেছে মস্কো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button