কালীগঞ্জে অবৈধভাবে কৃষি জমিতে বালু ভরাট, সিয়াম বাংলাকে জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে আইন অমান্য করে অবৈধভাবে কৃষি জমিতে বালু ভরাটের অভিযোগে সিয়াম বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে খলাপাড়া এলাকা মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দিয়েছেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, খলাপাড়া এলাকায় অবস্থিত সিয়াম বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড (সাদা সিমেন্ট প্রস্তুত কারক)-এর কারখানা সংলগ্ন পার্শ্ববর্তী কৃষি জমিতে আইন অমান্য করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই অবৈধভাবে বালু ভরাট করে জমির শ্রেণী পরিবর্তন করা হচ্ছিলো। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার। সে সময় ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিক মোবাইল পরিচালনা করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর ১৫’ ধারা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। কোম্পানির পক্ষে জরিমানার অর্থ পরিশোধ করে বালু ভরাট কাজের ঠিকাদার খলাপাড়া এলাকার মৃত সামসুদ্দিন আহম্মেদের ছেলে নাজমুল মিয়া (৪২)।
কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার বলেন, আইন অমান্য করে অবৈধভাবে কৃষি জমিতে বালু ভরাটের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জমির মালিক যৌথভাবে সিয়াম বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড (সাদা সিমেন্ট প্রস্তুত কারক) এবং গ্রেটওয়াল শিপস এন্ড ড্রেজারস লিমিটেড কর্তৃপক্ষ। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেছে থানা পুলিশ।