কালীগঞ্জে অজ্ঞাত গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে অজ্ঞাত গাড়ি চাপায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে কালীগঞ্জ-নাগরী সড়কের তিরিয়া এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম পরিচয় জানা যায়নি। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, জাতীয় জরুরি সেবা-৯৯৯ নাম্বার থেকে সকাল ৮ টা ১০ মিনিটে কল পেয়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে অজ্ঞাত (৩৫) ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে পুরনো জিন্স প্যান্ট ও টি শার্ট রয়েছে। রাতে অজ্ঞাত কোন গাড়ি চাপায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই এমদাদুল হক আরো বলেন, নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে মাঝেমধ্যে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।