সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে বিতর্কিতদের বাদ দিয়ে নতুন এমডি নিয়োগ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে সোনালী ব্যাংকের এমডি পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি মো. আফজাল করিম। অগ্রণী ব্যাংকের এমডি পদে নিয়োগ পেয়েছেন সোনালী ব্যাংকের ডিএমডি মো. মুরশেদুল কবীর। আর রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর ব্যাংকটির এমডি পদে নিয়োগ পেয়েছেন।
রোববার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারীকৃত পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়। নতুন নিয়োগপ্রাপ্তরা আগামী তিন বছর এমডি পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রায়ত্ত এ তিন বাণিজ্যিক ব্যাংকের এমডি পদে নিয়োগকে কেন্দ্র করে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে। দেশের আর্থিক খাতের প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠীগুলো বিদ্যমান তিন এমডিকেই আরো এক মেয়াদে পদে রাখতে উঠেপড়ে লেগেছিলেন। এমডিরাও যেকোনো মূল্যে পদে থাকতে মরিয়া ছিলেন। তবে শেষ পর্যন্ত নতুনদের এমডি পদে নিয়োগ দেয়ার বিষয়টিকে আর্থিক খাতের জন্য সরকারের ইতিবাচক সিদ্ধান্ত বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
রাষ্ট্রায়ত্ত সবচেয়ে বড় ব্যাংক সোনালীর এমডি পদে তিন বছর ধরে দায়িত্ব পালন করছেন মো. আতাউর রহমান প্রধান। এর আগে ২০১৬ সাল থেকে তিন বছর রূপালী ব্যাংকের এমডি ছিলেন তিনি। দুটি ব্যাংকেই এমডি পদে দায়িত্ব পালনের সময় প্রভাবশালী এ ব্যাংকারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ ওঠে। আরো এক মেয়াদে সোনালী ব্যাংকের এমডি পদে থাকতে মরিয়া ছিলেন আতাউর রহমান। তবে শেষ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত বৃহৎ ব্যাংকটির জন্য নতুন নেতৃত্বকেই বেছে নিয়েছে সরকার। বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি মো. আফজাল করিমকে সোনালী ব্যাংকের এমডি পদে নিয়োগ দেয়া হয়েছে। হাউজ বিল্ডিং ফাইন্যান্সের পাশাপাশি সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভিন্ন পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
সোনালী ব্যাংকের নতুন এমডি মো. আফজাল করিম বলেন, সরকার যোগ্য মনে করে সোনালী ব্যাংকের মতো বড় একটি ব্যাংকের দায়িত্ব দিয়েছেন। সারা জীবন সততার সঙ্গে চাকরি করেছি। কখনো কোনো পদের জন্য তদবির করিনি। আশা করছি, সোনালী ব্যাংকেও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারব।
২০১৬ সাল থেকে টানা ছয় বছর অগ্রণী ব্যাংকের এমডি পদে রয়েছেন মো. শামস-উল-ইসলাম। এমডি পদের নির্ধারিত বয়সসীমা ৬৫ বছর শেষ হতে চললেও তিনি আইন সংশোধন করে হলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির এমডি পদে থাকতে চেয়েছিলেন। এমডি পদে থাকা অবস্থায়ই শামস-উল-ইসলামের অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের নানা অভিযোগ তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার পরও এ ব্যাংকারকে অগ্রণী ব্যাংকের এমডি রাখতে প্রভাবশালী করপোরেট গ্রুপ ও ব্যক্তিরাও ব্যাপক তত্পর ছিলেন। ছয় বছর ধরেই দেশের ব্যাংক খাতে নানা আলোচিত ঘটনার জন্ম দিয়েছিলেন তিনি।
তবে শেষ পর্যন্ত শামস-উল-ইসলামকে বাদ দিয়ে অগ্রণী ব্যাংকের এমডি পদে মো. মুরশেদুল কবীরকে নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে তিনি সোনালী ব্যাংকের ডিএমডি পদে কর্মরত রয়েছেন। ১৯৮৮ সালে জনতা ব্যাংকের কর্মকর্তা হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি।
এদিকে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের এমডি পদে মোহাম্মদ জাহাঙ্গীরকে নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে তিনি ব্যাংকটির জ্যেষ্ঠ ডিএমডি পদে দায়িত্ব পালন করছেন। তিনি রূপালী ব্যাংকের বর্তমান এমডি মো. ওবায়েদ উল্লাহ্ আল্ মাসুদের স্থলাভিষিক্ত হবেন। রূপালী ব্যাংকের এমডি পদে নিয়োগ পাওয়ার আগে ওবায়েদ উল্লাহ্ আল্ মাসুদ ২০১৬ সাল থেকে পরবর্তী তিন বছর সোনালী ব্যাংকের এমডি ছিলেন।
মোহাম্মদ জাহাঙ্গীর ১৯৯০ সালে রূপালী ব্যাংকের কর্মকর্তা হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। যে ব্যাংকে কর্মজীবন শুরু করেছিলেন, সে ব্যাংকেরই শীর্ষ নির্বাহী পদে নিয়োগ পেলেন তিনি। রূপালী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, মোহাম্মদ জাহাঙ্গীর সৎ ও দক্ষ ব্যাংকার হিসেবে রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে খুবই জনপ্রিয়। তাকে শীর্ষ নির্বাহী হিসেবে নিয়োগ দেয়ার মাধ্যমে সততারই জয় হলো।
প্রসঙ্গত, সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের বর্তমান এমডিদের মেয়াদ ২৮ আগস্ট শেষ হচ্ছে। এরপর নতুন নিয়োগপ্রাপ্তরা তিন বছরের জন্য যোগদান করবেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী নতুন এমডিদের নিয়োগের বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য নিজ নিজ ব্যাংকের চেয়ারম্যানকে উদ্যোগ নিতে বলা হয়েছে।