গাজীপুরে ৯ ফিলিং স্টেশনকে জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে নয়টি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৬ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত গাজীপুর সদর, বাসন ও গাছা থানার বিভিন্ন এলাকায় এ অভিযান হয়।
ফিলিং স্টেশনগুলো হচ্ছে গাজীপুরের পূর্ব চান্দনা এলাকার হোসেন অ্যান্ড সন্স, কড্ডার নাওজোর এলাকার এমএইচ সিএনজি, একই এলাকার মাহবুব ফিলিং স্টেশন, রিয়াজ ফিলিং স্টেশন, ভোগড়ার ইউনিয়ন ট্রেডিং করপোরেশন, তারগাছ কুনিয়া এলাকার সুসল সিএনজি, একই এলাকার জ্যারোমা সিএনজি, বড়বাড়ি কুনিয়া এলাকার হাজী ওয়াহেদ সরকার সিএনজি ও বোর্ড বাজারের কলমেশ্বর এলাকার মির্জাপুর সিএনজি।
এর মধ্যে এমএইচ সিএনজি এবং মাহবুব ফিলিং স্টেশনকে সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে। তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহী।