প্রত্যাহার হলো ৫৮ ওয়েবসাইট বন্ধের নিষেধাজ্ঞা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ৫৮টি ওয়েবসাইট বন্ধের যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার সন্ধ্যায় এ-সংক্রান্ত নির্দেশনা দেশের আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) কোম্পানিগুলোকে ই-মেইল বার্তার মাধ্যমে জানিয়ে দিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়েছে, ‘ওয়েবসাইটগুলো ব্লক করার যে নির্দেশনা দেয়া হয়েছিল, তা বাতিল করে দ্রুততার সঙ্গে সাইটগুলো খুলে দেয়ার নির্দেশনা দেয়া হচ্ছে।’
এ বিষয়ে বিটিআরসি’র সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) জাকির হোসেন বলেন, ‘রোববার যে সাইটগুলো ব্লক করা হয়েছিল, সেগুলো রিলিজ করে দেয়া হয়েছে। আশা করি, এখন আর সাইটগুলো দেখতে কোনো সমস্যা হবে না।’
এর আগে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক জানিয়েছিলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনা পেয়ে রোববার থেকে তারা ৫৮টি ওয়েবসাইট ও লিংক বন্ধ করে দেন।
সোমবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে ইমদাদুল হক বলেন, ‘বিটিআরসি সন্ধ্যায় একটি ই-মেইল করেছে। এতে বন্ধ ৫৮টি ওয়েবসাইট খুলে দেয়ার নির্দেশনা রয়েছে। আমরা নির্দেশনা বাস্তবায়ন করছি।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে এসব ওয়েবসাইট দেখতে সমস্যা হতে পারে। তবে শিগগিরই সবাই আগের মতো ব্রাউজ করতে পারবেন।’
যোগাযোগ করা হলে একাধিক আইআইজি কোম্পানির কর্তা ব্যক্তিরাও জানান, তারা বিটিআরসি’র নতুন নির্দেশনা পেয়েছেন। বন্ধ করা ওয়েবসাইট ও লিংকগুলো খুলে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুন…
যে কারণে অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি