গাজীপুর জেলা পরিষদ নির্রাচনে চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী মোতাহার মোল্লা নির্বাচিত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর জেলা পরিষদ নির্রাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা চেয়ারম্যান পদে ৩৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম মোকসেদ আলম পেয়েছেন ২৯৪ ভোট।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও এই নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সাধারণ সদস্য পদে কালীগঞ্জ উপজেলায় ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দোলোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেনজির আহমেদ পেয়েছেন ৪৮ ভোট।
কালিয়াকৈর উপজেলায় ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আমিনুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক পেয়েছেন ৪৭ ভোট।
শ্রীপুর উপজেলায় ৫৭ সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুল্লাহ সরকার পেয়েছেন ৩৮ ভোট।
কাপাসিয়া উপজেলায় ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমান উল্লাহ শেখ পেয়েছেন ৪৭ ভোট।
এছাড়াও গাজীপুর সদর উপজেলায় সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীর মুক্তিযোদ্ধা আবু হানিফকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সংরক্ষিত মহিলা আসন ১-এ সদস্য পদে ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহমুদা ইয়াসমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশিদা খন্দকার পেয়েছেন ১০৫ ভোট।
সংরক্ষিত মহিলা আসন ২-এ সদস্য পদে ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উন্মে কুলসুম শিল্পী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসা: তাসলিমা রহমান লাভলী পেয়েছেন ৬৪ ভোট।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৩৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৪৮৪ এবং মহিলা ভোটার ১৫২ জন। এদের মধ্যে গাজীপুর সদরের ১৩২ জন, কালিয়াকৈর উপজেলায় ১৩১ জন, কালীগঞ্জে ১০৭ জন, শ্রীপুরে ১২০ জন এবং কাপাসিয়ায় ১৪৬ জন।