পেগাসাস স্পাইওয়্যার কেনার বৈধতা তদন্তে মেক্সিকো

গাজীপুর কণ্ঠ, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে তদারকির কাজে বিভিন্ন দেশের সরকার পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে। এ বিষয়ে গণমাধ্যমে অনেক প্রতিবেদন প্রকাশ হয়েছে। সম্প্রতি মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় দেশটির সাবেক প্রশাসন কেন স্পাইওয়্যার কিনেছে এবং সার্বিক কার্যক্রম বৈধ কিনা সেটি যাচাইয়ে তদন্ত শুরু করেছে। খবর রয়টার্স।

এক বিবৃতিতে অ্যাটর্নির অফিস পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারের সঙ্গে যুক্ত এক প্রাক্তন কর্মকর্তাসহ দুই ব্যক্তির বিরুদ্ধে চলমান তদন্তের বিষয়টি উল্লেখ করেছে। সাংবাদিক বা সমালোচকদের ওপর গুপ্তচরবৃত্তির বিষয়টি অস্বীকার করেছে দেশটির বর্তমান সরকার। এর পর পরই এ তদন্ত শুরু হলো। পেগাসাস মূলত ইসরায়েলের স্পাইওয়্যার ফার্ম এনএসও গ্রুপের তৈরি। মূলত বিভিন্ন দেশের সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এটি বিক্রি করে প্রতিষ্ঠানটি।

বিবৃতিতে মেক্সিকান প্রসিকিউটর জানান, আগের অ্যাটর্নি জেনারেল অফিস ঠিক কী কারণে ৪৫ কোটি ৭০ লাখ পেসো বা ২ কোটি ৩০ লাখ ডলারে কেন পেগাসাস স্পাইওয়্যার কিনেছে সে বিষয়টি জানার চেষ্টা করছে। স্পাইওয়্যারটি বৈধভাবে কেনা হয়েছে কিনা এবং কোনো পাবলিক টেন্ডার আহ্বান করা হয়েছিল কিনা সে বিষয়টি জানতেই তদন্ত।

চলতি মাসের শুরুতে এনএসও জানায়, তারা শুধু আইন প্রয়োগকারী সার্বভৌম রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কাছে পেগাসাসের লাইসেন্স বিক্রি করে। সেই সঙ্গে কোনো নিয়ম ভাঙলে লাইসেন্স বাতিল করে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button