প্রতিরোধের মধ্যেই ভুয়া খবর ঠেকাতে সিঙ্গাপুরে আইন পাস
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভুয়া খবর প্রতিরোধে সিঙ্গাপুরের সংসদে আইন পাস করা হয়েছে। বড় বড় তথ্যপ্রযুক্তি সংস্থা এবং অধিকার গ্রুপের ক্রমাগত প্রতিরোধের মধ্যেই বুধবার এ আইন পাস হয়।
এ আইনের ফলে সরকারি কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা টুইটারে ছড়ানো কোনো ভুয়া খবরের পরিপ্রেক্ষিতে সাবধান বাণী দিতে পারবে। আর অবস্থা আরও চূড়ান্ত হলে তাদের নিজের নিয়ন্ত্রণে নিতে পারবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ আইন শুধু ভুল বক্তব্যকে চিহ্নিত করবে, মতামতকে নয়। ভুল বক্তব্য চিহ্নিত হওয়ার পরে প্রাথমিকভাবে জেল বা জরিমানার বদলে বক্তব্য ঠিক করে দেয়ার আদেশ দেয়া হবে। খবর বিবিসির। যদিও উচ্চ আদালতে সরকারের এ আইনের বিরোধিতা করার সুযোগ থাকবে। কিন্তু সমালোচকরা মনে করেন, খুব কম মানুষেরই সরকারি কর্তৃপক্ষের বিরোধিতা করার সামর্থ্য আছে।