পূবাইলে অজ্ঞাত গাড়ি চাপায় সিএনজি চালকের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলে অজ্ঞাত গাড়ি চাপায় সিএনজি অটোরিকশা চালক কবির মিয়ার (৪৫) মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত মধ্যরাতে টঙ্গী-ঘোড়াশাল সড়কের পূবাইল ফেরিঘাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক কবির মিয়া নরসিংদীর পলাশ থানার ভাটপাড়া এলাকার মৃত আবু জাফরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত মধ্যরাতে টঙ্গী-ঘোড়াশাল সড়কের পূবাইল ফেরিঘাট নামক এলাকায় অজ্ঞাত কোন গাড়ি কবির মিয়ার সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশা দুমরে-মুচড়ে ভেতরে থাকা চালকের মৃত্যু হয়। পরে পথচারীরা থানায় সংবাদ দেন। রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
সত্যতা নিশ্চিত করে জিএমপি’র পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহবুব বলেন, দুর্ঘটনার পর রাত তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছে সিএনজি’র ভেতর থেকে চালক কবির মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোন গাড়ি সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। সে সময় সিএনজি অটোরিকশা দুমরে-মুচড়ে ভেতরে থাকা চালক কবির মিয়ার মৃত্যু হয়। তবে সিএনজিতে অন্য কোন যাত্রী ছিলো কি না এমন কোন তথ্য পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।