সাড়ে সাত ঘণ্টা পর জরুরি সেবা নম্বর ৯৯৯ চালু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় পার্শ্ববর্তী পুলিশ সদর দফতরেও এর প্রভাব পড়ে। এ পরিস্থিতিতে বন্ধ রাখা হয় ৯৯৯ জরুরি সেবা। দীর্ঘ সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু হয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম।
পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া মনজুর রহমান মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে সাতটার দিকে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বঙ্গবাজারে আগুন লাগার কারণে ৯৯৯ নম্বরের জরুরি সেবা কার্যক্রম দুপুর ১২টা থেকে বন্ধ থাকে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আবারও তা চালু করা হয়।